ঝালকাঠি প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে নদ-নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নদীপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জেলার সুগন্ধা, বিশখালী, হলতাসহ আরো ১২টি নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। ফলে নদীতীরবর্তী বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
অনেক জায়গায় নদী ও সড়ক একাকার হয়ে গেছে। জেলা শহরের নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকায় বসতঘরে পানি ঢুকে পড়েছে। জেলার প্রায় ২ লাখ মানুষ নদীর নিকটবর্তী এলাকায় বসবাস করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এবিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, ‘নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
অনেক জায়গায় বেড়িবাঁধ উপচেও পানি ঢুকছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে, পরিস্থিতি খারাপ হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।’ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ । ৮:১১ অপরাহ্ণ