স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সাথে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। সভায় বরিশাল বিভাগের মহানগর ও জেলার সকল পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যদের দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও কার্যক্ষেত্রে সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্ব-কর্তব্য, ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি, করণীয় ও বর্জনীয় সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এ সময় যারা দেশ মাতৃকার জন্য ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, আহত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপরে পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ইউনিট প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদের পুলিশ সদস্যগণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৮:৫৮ অপরাহ্ণ