দৌলতখানে মেঘনার তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে দৌলতখান উপজেলার পাতার খাল মাছঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাতার খালসংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে থানা–পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন