মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৭:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানপাট বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা যে যার মতো করে বাড়িতে চলে যান। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে স্থানীয়রা ও পরে ব্যবসায়ীরা এসে সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করেন। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মুদি এবং মনোহারীসহ ২৭টি দোকান পুড়ে ছাই হয়। এসব দোকানের কোনো মালামাল উদ্ধার করা যায়নি।

নন্দীর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ বলেন, অগ্নিকাণ্ডে ২৭টি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাকির হোসেন বলেন, রাত আড়াইটার দিকে শাহিনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, তবে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে ২৭টি দোকান পুড়ে যায়।

তিনি বলেন, নন্দীর বাজারের আগের একটি ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা গেছে, তবে বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলমান। সেই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন