বরিশাল মহানগর দায়রা জজ আদালতে পিপি ও অতিরিক্ত পিপি নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল শাখার নবনির্বাচিত আহবায়ক এ্যাড নাজিম উদ্দিন আহমেদ পান্না, শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এ্যাড জসিম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড তারেক আল ইমরান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে বরিশাল জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক গৌরনদী উপজেলা বিএনপির সদস্য এ্যাড আব্দুর রহমান চোকদারকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ জিপি পিপি শাখা থেকে নিয়োগ দেয়া হয়।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি ও অতিরিক্ত পিপিদের নিয়োগ দেয়ায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আদালত চত্বরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক ১ম জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড মির্জা রিয়াজ হোসেন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর এ্যাড শহিদ হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বরিশাল জেলা যুবদল দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড আজাদ হোসাইন সহ বিএনপিপন্থী আইনজীবী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন