রাজাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ১০:০৩ অপরাহ্ণ

গোপাল কর্মকার, রাজাপুর প্রতিনিধি ॥

ঝালকাঠির রাজাপুরে এক কেজি গাঁজাসহ সমীর গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের শরিফ মার্কেটের সাংগর রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। সমীর গাজী ওই এলাকার নুর মোহাম্মদ গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. সেলিম উদ্দিন।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এ সময় সমীর গাজীর কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি ওসি মো. সেলিম উদ্দিন বলেন, “আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন