বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ৮:০৬ অপরাহ্ণ

বরিশাল//

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁরা বিক্ষোভ করেন।

এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকায় লংমা?র্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান ব?রিশাল ইঞ্জিনিয়ারিং ক?লে?জের ছাত্র টি এইচ ইরান। গত আড়াই মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এ জন্য আমরা নগরীতে বিক্ষোভ মিছিল করি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা পরের অধীনে আর থাকতে চাই না।’

এর আগে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন