স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ ৬ দফা দাবীতে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা। নগরীর নথুল্লাবাদে বরিশাল ঢাকাসহাসড়কের পাশে শিক্ষা বোর্ডের সামনে দুপুর ১টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
মহাসড়কে এই অবরোধের কারণে বরিশাল থেকে ঢাকা সহ অনান্য রুটে সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় দু’পাশে গাড়ির জ্যাম সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
অপরদিকে রাজধানীতে মাইস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের সঠিক পরিসংখ্যান জানাতে হবে, শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের ক্ষমা চাইতে হবে, প্রত্যেকের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এমন মিলিয়ে ৬ টি দাবী বাস্তবায়নের জন্য বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ । ৭:৫৩ অপরাহ্ণ