স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে গত ২ বছরের ব্যবধানে কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বরিশাল বোর্ডে। এ বোর্ডে ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি।
বরিশাল বোর্ড সূত্র জানায়, চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে গণিতে ৫ হাজার ৪৮৯টি। আর সব থেকে কম আবেদন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। রোববার (২০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। পুনঃনিরীক্ষনে আবেদনে ইংরেজী প্রথম পত্রে ৪৩৬১ এবং দ্বিতীয় পত্রে ৪৩৬১টি আবেদন পড়েছে। গণিত ও ইংরেজী বিষয়ের উপর মোট ১৪ হাজার ২১১টি আবেদন পড়েছে।
গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। এর মধ্যে অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্খিত ফলাফল পাননি। ফেল করা ও কাঙ্খিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পান। ফল প্রকাশের পর দিন ১১ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষনের আবেদন নেয়া হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৭০২ জন। অংশ নিয়েছিলেন ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৮৫৩ জন। ছাত্রী ৪৪ হাজার ৭৮ জন। পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৮২৩জন। ছাত্রী ২৭ হাজার ৯৩৫ জন। ফেল করেছেন ৩৬ হাজার ১৭৩ জন। ছাত্র ২০ হাজার ৩০জন, ছাত্রী ১৬ হাজার ১৪৩ জন।
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এ বছর ফলাফল চ্যালেঞ্জের আবেদনের সংখ্যা একটু বেশি। তবে আমরা যথা নিয়নে আগামী ১০ আগস্টের মধ্যেই খাতা পুনরায় যাচাই করে ফলাফল প্রকাশ করবো।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ৮:০৬ অপরাহ্ণ