বরিশাল নগরীতে প্রতীকী ম্যারাথন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ৮:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : জুলাই ‘পূনর্জাগরণ’ উপলক্ষে বরিশাল নগরীতে প্রতীকী ম্যারাথন করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউজে শেষ হয়। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ম্যারাথনে নেতৃত্ব দেন।

প্রতীকী ম্যারাথনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,

শহিদ রিয়াজের ভাই রাকিব, জুলাই গণঅভ্যুত্থানে আহত শহিদ রহমাতুল্লাহ, মো. হাসিব মোল্লা, মো. ইব্রাহীম মৃধা, মো. হাসিবসহ শহিদ ও আহত এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন