বরিশালে গৃহবধূকে ব্লাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ৭:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে এক গৃহবধূকে ব্লাকমেইল করে ধর্ষণের ঘটনায় মোঃ নাজমুল আলম হাওলাদার (৪৮) নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষক মোঃ নাজমুল আলম হাওলাদার বাকেরগঞ্জের গারুড়িয়া গ্রামের আঃ মান্নান হাওলাদারের ছেলে ও চাঁদপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তিনি কাজীপাড়া পাবলিক হেলথ অফিসের পশ্চিম পাশে স্বপ্ন কুঞ্জ ভবনের মালিক।

মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কাজীপাড়া পাবলিক হেলথ অফিসের পশ্চিম পাশে স্বপ্ন কুঞ্জ ভবনে মামলার বাদীনি গত (২৪ মে) বিবাদীর চার তলা ভবনের চারতলার চিলে কোঠায় বাসা ভাড়া নিয়া বসবাস শুরু করেন।

বাসা ভাড়া নেওয়ার পর থেকে প্রায়ই বাদীনির বাসায় আসিয়া তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে। আসামী বাদীনির বাসার ছাদের সিসি ক্যামেরা দিয়ে বাদীর ছোট পোষাক পড়া ছবি নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক না করলে এগুলো ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে বাদীনি বাধ্য হয়ে মান সম্মানের ভয়ে তাহার সাথে শরীরিক সম্পর্কে রাজি হয়। পরবর্তীতে গত ৫ জুলাই দুপুর ২টায় বাদীনির রুমের দরজা নক করলে বাদীনি দরজা খুলে দেয়। দরজা খোলা মাত্রই আসামী বাদীনিকে রুমের মধ্যে খাটের উপর শোয়াইয়া তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ ঘটনায় মামলা (জি আর ৪৩৬/২৫) দায়ের করা হলে ৮ জুলাই আসামী মোঃ নাজমুল আলম হাওলাদারকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিমের ওসিসি প্রেরন করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন