বরিশালে বাড়ছে চোরের উপদ্রব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ৯:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ দিন দিন বরিশাল নগরীতে বৃদ্ধি পাচ্ছে চোরের উপদ্রব। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে না তেমন কোন আপাতদৃষ্ট পদক্ষেপ। ফলে দিন দিন সাহস বৃদ্ধি পাচ্ছে। চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নগরীর ফকিরবাড়ি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠেন সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল হোসেন, মো: জাফর খান, মোঃ আল আমিন, সম্রাট সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। প্রতিদিন নগরীর কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। চুরি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানান তারা। পাশাপাশি নগরীর ব্যবসায়ি ও বাসার মালিকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।

জানা গেছে, গত কয়েক সপ্তাহের ব্যবধানে ফকিরবাড়ি রোডের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার ফকিরবাড়ি রোড়ের সবজি বিক্রেতা রায়হানের ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। রায়হান জানান, দুইটি তালা দেয়া ছিলো গাড়িটিতে। তালা ভেঙ্গে আমার শেষ অবলম্বনটুকু চুরি করে নিয়েছে অজ্ঞাত চোরেরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাত্রিকালিন মোবাইল টহল টিম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ওপেন হাউজ ডে’র মাধ্যমে প্রতি মাসে ব্যবসায়ী ও বাসার মালিকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে ব্যবসায়ী কলাণ সমিতির উদ্যোগে পাহারাদার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের আরও সচেতন হাওয়ার বিষয়ে একমত হন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন