পিরোজপুরে ৮ বছর পরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৮:২৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাদশা শেখকে নামের একজনকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-মাজেদুল রহমান ডালিম, হাতেম আলী শেখ, সেলিম শেখ ও জাহাঙ্গীর শেখ। তাদের মধ্যে হাতেম আলী শেখ মারা গেছেন।খালাসপ্রাপ্তরা হলেন- শেফালী বেগম ও হাসি বেগম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সকালে বাদশা শেখ তার জমি থেকে ধান নিয়ে ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে রাস্তায় আটকে মারতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আরও মারধর করা হয়।

এসময় চিৎকার শুনে তার স্ত্রী আকিলা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ও নিহতের পরিবার।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন