স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার প্রতিবাদে নথুল্লাবাদে মহাসড়ক ব্লকেট করে কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এ ব্লকেটকর্মসূচি পালন করেন।
ব্লকেট কর্মসূচি পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ গঠিত ছাত্রলীগ বরিশালে যদি আন্দোলনের চেষ্টা করে রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। একই সাথে প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রায় দেড় ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনসকালে নথুল্লাবাদ থেকে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ ব্লাকেট কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি এন সি পির আহবায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ দেয় আওয়ামী লীগ-ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৮:২১ অপরাহ্ণ