আজকের বার্তা
আজকের বার্তা

দ্বিতীয় দিনেও ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সংবাদকর্মীরা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৫:০০ অপরাহ্ণ দ্বিতীয় দিনেও ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সংবাদকর্মীরা
Spread the love

স্টাফ রিপোর্টার ॥

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দ্বিতীয় দফা লকডাউনে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বরিশালের সংবাদকর্মীরা বুধবার রাতেও বরিশাল নগরীর নদী বন্দর এলাকায় ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা। এসময় শিশু-কিশোর এবং নারী-পুরুষসহ দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দেন তারা। কর্মসূচির দ্বিতীয় দিনে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। এসময় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক পরিষদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্ত’র বরিশাল প্রতিনিধি ও দৈনিক ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, নিউজ এজেন্সি এম. রহমান এর সত্ত্বাধিকারী হারুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব বরিশাল জেলার সভাপতি খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, নিউজ এডিটরস কাউন্সিলর ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলা নিউজ’র স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, নিউজ বাংলার স্টাফ রিপোর্টার তন্ময় তপু, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ।