বাকেরগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ উপজেলার খেজুরতলা ইসলামিয়া কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ও অব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্ত নিয়ম-নীতি তোয়াক্কা না করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার কারণে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দেশের সব বেসরকারি অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক বন্ধের দ্বিতীয়বার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল থেকে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক, অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ ও বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের অনুমোদন নিয়েও ইসলামিয়া কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন করেনি। এছাড়াও প্রতিষ্ঠান কোনো নিয়মকানুন মানছে না। নানা রকম অনিয়ম ও অব্যবস্থাপনায় চিকিৎসা দিয়ে আসছে তারা। কিনিকের মধ্যে একটি ফার্মেসি রয়েছে তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। ফার্মেসি পরিচালনা করার দায়িত্বে থাকা ব্যক্তির কোন প্রকার ট্রেনিংপ্রাপ্ত সার্টিফিকেট নেই। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও নানা অভিযোগ রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে।