আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
রংপুর র্যাব গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা বহনকারী একটি মিনি ট্রাক জব্দ করা হয়। বুধবার দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কাউনিয়া উপজেলার কদমতলা বাজার (মীরবাগ) নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার মো. জুয়েল রানা (২৮) এবং মো. সাহাজাদা মিয়াকে (২৩) গ্রেফতার করেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে কাউনিয়া থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।