আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ বরিশালে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ  বরিশালে ডায়রিয়া প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিন উপকূলীয় ৬ জেলার বিভিন্ন স্থান থেকে অনেক রোগী এসে ভর্তি হচ্ছেন বরিশালের দুটি সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এদিকে সাম্প্রতিক সময়ে বরিশালে অস্বাভাবিক ডায়রিয়া আক্রান্তের কারণ অনুসন্ধান শুরু করেছে আইইডিসিআর। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় ২৬ জন রোগী ভর্তি হয় বরিশাল জেনারেল হাসপাতালে। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৭০ জন রোগী। চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪ জন ডায়রিয়া রোগী। এর আগে মার্চ মাসে চিকিৎসা নিয়েছে ৭২১জন।  হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানায়, সম্প্রতি দেশের উপকূলীয় এলাকার নদ-নদী ও খাল-বিলে-পুকুরে লবণাক্ততা বেড়েছে। সেই পানি বিভিন্ন গৃহস্থালী কাজে ব্যবহার করায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারনা তাদের।   বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, মার্চ ও এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে এ বছর ডায়রিয়ায় আক্রান্তের হার একটু বেশি। এর কারণ অনুসন্ধানে বরিশালে কাজ শুরু করেছে আইইডিসিআর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে নমুনা সংগ্রহ করছেন। ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বিশেষজ্ঞরা।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107