আজকের বার্তা
আজকের বার্তা

রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়লো ১২০০ ঘর


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৯, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়লো ১২০০ ঘর
Spread the love

অনলাইন ডেস্ক:

প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই পুড়ে গেছে প্রায় ১২০০ ঘর।

রোববার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘর থেকে গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আগুন ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ৮ এপিবিএন’র অফিসার ফোর্স এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রায় ১২০০ ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।