আজকের বার্তা
আজকের বার্তা

শেবাচিম হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ শেবাচিম হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু 
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২৯ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ১২৯ জন শনাক্ত নিয়ে বিভাগে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে বরিশালে নতুন শনাক্ত ৪৯ জন নিয়ে মোট ৬ হাজার ২১০ জন, পটুয়াখালীতে নতুন ১৯ জন নিয়ে মোট ২ হাজার ২৯ জন, ভোলায় নতুন ২৯ জন নিয়ে মোট ১ হাজার ৫৭৪ জন, পিরোজপুরে নতুন ১২ জন নিয়ে মোট ১ হাজার ৪৯৮ জন, বরগুনায় নতুন ৮ জন নিয়ে মোট ১ হাজার ১৭৫ জন এবং ঝালকাঠিতে নতুন ১২ জন নিয়ে মোট ১ হাজার ১৪০ জন শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৪২ বছরের একজন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে কোভিড পজিটিভ ৫ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ।