আজকের বার্তা
আজকের বার্তা

শতকণ্ঠে বিদ্রোহী কবিতা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ শতকণ্ঠে বিদ্রোহী কবিতা
Spread the love

অনলাইন ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হল গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান ‘শতকণ্ঠে বিদ্রোহী’।

শনিবার স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

‘উজ্জীবিত হোক তারুণ্য শক্তি নজরুল আদর্শে’ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র, গাইবান্ধা।

এতে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শতকণ্ঠে আবৃত্তিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন অতিথিরা ।

নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান ও জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ফজলুল হক।