আজকের বার্তা
আজকের বার্তা

পটুয়াখালীর ৬৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ পটুয়াখালীর ৬৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা
Spread the love

নিউজ ডেস্ক:

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালী জেলার ৬৯২জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ওই মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম।