আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বইছে মৃদু শৈত্যপ্রবাহ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১ ১:০০ অপরাহ্ণ বরিশাল বইছে মৃদু শৈত্যপ্রবাহ
Spread the love

নিউজ ডেস্ক:

বরিশালসহ দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, উত্তরাঞ্চল থেকে হিমবাহের বাতাস প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে দেখছেন তারা।

পরিস্থিতি আগামী এক-দুই দিনে আরও অবনতি হতে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের।