Agaminews
Agaminews Banner

ভারত সবক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেয়: রামনাথ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১ ১:২৪ অপরাহ্ণ ভারত সবক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেয়: রামনাথ

নিউজ ডেস্ক:

ভারত সবক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহান বিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারতীয় রাষ্ট্রপতি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম প্রেরণা আমাদের যোগায়।

এর আগে অনুষ্ঠানে সারাদেশের মানুষকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।