আজকের বার্তা
আজকের বার্তা

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্বরাষ্ট্রমন্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্বরাষ্ট্রমন্ত্রী
Spread the love

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কল্যাণেই স্বাধীন হয়েছে এই দেশ। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। শুধু জীবদ্দশায় নয়, একজন বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরেও যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কক্সবাজারের বাহারছড়ার গোলচত্বর মাঠটিকে মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।