আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ফেসবুকে পোস্ট: যুবক আটক


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ফেসবুকে পোস্ট: যুবক আটক
Spread the love
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ॥
মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগে চরফ্যাশনে শাহিন আলম মোহাম্মদী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ওই যুবকের বাড়ি থেকে দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত শাহিন আলম চরমানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ফারুকের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামের ওই যুবক তার সামজিক যোগযোগ মাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন। পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসে। গত রবিবার রাতে পুলিশ তাকে তার বাড়ী হতে আটক করেছে। দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার বিশ^াস জানান, ওই যুবককে আটকের কথা স্বীকার করে জানান, তার রিবুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েল করা হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, এই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েল করা হয়েছে। মামলার নং ৫ তারিখ ১৯ এপ্রিল/২১।। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।