আজকের বার্তা
আজকের বার্তা

মির্জাগঞ্জে ডায়রিয়ার মহামারি রূপ,মৃত্যু-২


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ মির্জাগঞ্জে ডায়রিয়ার মহামারি রূপ,মৃত্যু-২
Spread the love
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ॥
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই মির্জাগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পটুয়াখালী মির্জাগঞ্জে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্ত ৯৩ জন। জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোসাঃ সাহারা সানফুল (১৫) ও মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া আলেক সিকদার  (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত জায়গা না থাকায় রোগীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের সুবিধামতো হাসাপতালের মেঝেসহ আশআশের বারান্দায়। অনেকেই করোনায় সংক্রমণের ভয়ে হাসপাতালে আসছেন না। মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেøক্স সূত্রে জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত ৩৫৯ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেøক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন। ভর্তি আছেন ২৬১ জন। গত শুক্রবার থেকে প্রতিদিনই ৯০-১০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ। এই মুহূর্তে হাসপাতালে কলেরা ও খাবার স্যালাইনেরে রয়েছে সঙ্কট ।এ সুযোগে কিছু ব্যাসায়ীরা রোগীদে কাছে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রয় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত অনেকে হাসপাতালে না এসে চিকিৎসা নিচ্ছেন বাড়িতে বসে। উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নে ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তি বাড়িতে অবস্থান করছেন। মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, ঋতু পরিবর্তন ও দূষিত পানি ব্যবহারের ফলে কয়েকদিন ধরে এ এলাকার মানুষ ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে স্যালাইন সঙ্কট দেখা দেওয়ায় তা সমাধানে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন চেষ্টা চালাচ্ছেন।