আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Spread the love
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
ভান্ডারিয়ার রাজপাশা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কাঠমিস্ত্রি তপন হাওলাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত তপন ওই এলাকার অতুল হাওলাদারে ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্ত্রী অনিতা জানান, দীর্ঘদিন ধরে তপন হাওলাদর এর সাথে জমি নিয়ে প্রতিবেশী নিমাই হালদারের ছেলে জয়দেব হালাদার ও তার পরিবারদের বিরোধ চলে আসছে। প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে জয়দেব ও তার সহযোগীরা তপন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সব প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার দিন তপনের জমি থেকে জোরপূর্বক ঘাস কেটে নিয়ে যায় জয়দেব। এ নিয়ে তপনের সাথে জয়দেবের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে জয়দেব ও তার সহযোগী বিপুল বাড়ৈ বাবুল সমাদ্দার ননী হালদার সহ অজ্ঞাত কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তপনকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনরা জানান।