আজকের বার্তা
আজকের বার্তা

অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে বিএমপির কঠোর অবস্থান


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ ৭:২৫ পূর্বাহ্ণ অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে বিএমপির কঠোর অবস্থান
Spread the love

স্টাফ রিপোর্টার:

মেট্রো আরটিসি ও মেট্রো সড়ক নিরাপত্তা কমিটি সভায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

গতকাল সোমবার ২৯ নভেম্বর বরিশাল মেট্টোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে “মেট্রো আরটিসি ও মেট্রো সড়ক নিরাপত্তা কমিটি ” সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আঞ্চলিক পরিবহন কমিটি ও বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে মেট্রোপলিটন এলাকায় সড়ক পথে শৃঙ্খলা রক্ষায়, রুট পারমিট, রেজিষ্ট্রেশন, ফিটনেসহীন যানচলাচল ও চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান সহ সকল অনিয়ম বন্ধে গুরুত্ব আরোপ করেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সুশৃঙ্খলভাবে যানচলাচলের অনুরোধ জানান।