Agaminews
Agaminews Banner

যুবলীগ নেতার জানাজায় হাজারো জনতার ঢল


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ যুবলীগ নেতার জানাজায় হাজারো জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে শেষ বিদায় জানাতে জেলা ঈদগাহ মাঠে জড়ো হয়েছিলেন হাজারো জনতা।

ঢাকায় ময়নাতদন্তের পর বুধবার (১৭ নভেম্বর) সকালে পিরোজপুর শহরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশায় নৌকা মার্কার নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে শহরে ফেরার পথে গুলিবিদ্ধ হন শুভ। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে শুভর মৃত্যু হয়।