আজকের বার্তা
আজকের বার্তা

রিসোর্ট কান্ড: সোনারগাঁওয়ের জাপা সভাপতি গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ১২:১২ অপরাহ্ণ রিসোর্ট কান্ড: সোনারগাঁওয়ের জাপা সভাপতি গ্রেফতার
Spread the love
বার্তা ডেস্ক ॥
হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর হেফাজতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সোনারগাঁওয়ের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল রউফ। তিনি সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলার জাতীয় পার্টির সভাপতি। আব্দুল রউফ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতিও ছিলেন। এর আগে, সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে আটক করা হয়েছিল। তিনিও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীনের দায়ের করা মামলায় আব্দুল রউফকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামুনুল হকের ঘটনার দিন সরকার দলীয় লোকের বাড়িঘর-রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চেয়ারম্যান ইন্ধন জুগিয়েছেন। সেই ঘটনার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। এ ঘটনায় তার সমর্থকরা ওই রিসোর্টে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে পাঁচটি মামলা করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সাত মামলায় পুলিশ মোট ৬৮ জনকে গ্রেফতার করেছে।