আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন ॥ মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ বরিশালে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন ॥ মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি 
Spread the love
মোঃ জিয়াউদ্দিন বাবু ॥
বরিশালে ঢিলেঢালা ভাবে লকডাউন চলছে। বেলা যতো বাড়ছে রাস্তায় লোকজন তত দেখা যাচ্ছে। বিনা কারনে লোকজন ঘরের বাহিরে বের হচ্ছে, অনেকের মুখে মাক্স থাকছেনা। সামাজিক দুরত্ব থাকছে না। গতকাল সকালে জেলখানার মোড়ে, সদর রোডে  পুলিশের তৎপরতা দেখা যায়, বিভিন্ন গাড়ী, মটর সাইকেল, রিক্সা থামিয়ে কি কাজে যাচ্ছে জানতে যাওয়া হয়। অপর দিকে নগরীর চকবাজার, গৃজ্জা মহল্লা, পোর্ট রোড, ফলপট্টি, কাটপট্টি, নতুন বাজার, ফজলুল হক এভিনিউ, সদর রোড, সহ বিভিন্ন এলাকায় দোকান পাঠ খোলা রেখে মালামাল বিক্রি করা হচ্ছে। দোকানের ১টি সার্টার খোলা রেখে বিক্রি করা হচ্ছে বিভিন্ন মালামাল। ম্যাজিস্ট্রেট আসার সাথে সাথে সার্টার বন্ধ করে রাখা হচ্ছে। আবার ম্যাজিস্ট্রেট চলে যাবার পর দোকান খুলে ব্যবসা করা হচ্ছে। নগরীর গৃজ্জা মহল্লায় দোকান খুলে মোবাইল বিক্রি করা হচ্ছে, কাচা বাজার গুলো দুপুরের পর বন্ধ থাকার কথা থাকলে সেই নিয়ম মানা হচ্ছে না। নগরীর ফলপট্টিতে অবস্থিত ফলের দোকান গুলো সন্ধ্যা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। শুধু ফলপট্টি নয় চকবাজার কাটপট্টি পোর্টরোড নতুন বাজার পদ্মাবতী সহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত দোকান গুলো খোলা রেখে ব্যবসা করে আসছে। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে পোর্ট রোডের মাছের বাজার মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। রাস্তার উপর দোকান, মুখে মাক্স থাকে না। করোনার এই মহামারির সময় পোর্ট রোড ফলপট্টিতে মানা হচ্ছে না লকডাউন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে।