আজকের বার্তা
আজকের বার্তা

দুমকিতে ডায়রিয়ার প্রাদূর্ভাব ॥ স্যালাইন সংকট সর্বত্র


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ দুমকিতে ডায়রিয়ার প্রাদূর্ভাব ॥ স্যালাইন সংকট সর্বত্র
Spread the love
এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি ॥
 দুমকিতে মারাত্বকভাবে ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিনে দিনে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে রোগীর সংখ্যা। মহিলা রোগীদের সংখ্যাই বেশী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিটের চেয়ে রোগী ভর্তি তিনগুন। বেডের অভাবে রোগীরা ফ্লোরে অবস্থান করছেন। ৩১ শয্যার হাসপাতালে রবিবার ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮০ জন। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ও স্যালাইন সংকটের কারণে ভর্তিকৃত রোগীরা উপযুক্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। জলিশা গ্রামের আবদুল হক মুন্সি (৭০) রবিবার দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতালের এ দূর্দশা জেনে ডায়রিয়ায় আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের রোগীরা পল্লী চিকিৎসকদের সরণাপন্ন হয়ে বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু রয়েছে স্যালাইন সংকট। ১০০০ সিসি স্যালাইনের মূল্য ৯২ টাকা হলেও ২০০ েেথকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তাও সহজে পাওয়া যাচ্ছে না। বাজারের ফার্মিসীগুলো স্যালাইন শূন্য হওয়ায় এ মূহুর্তে রোগীরা সুস্থ না হওয়ার আশংকা করছেন। অপরদিকে এনজিও লূর্থারান হেলথ কেয়ার হাসপাতালেও অনেক রোগী চিকিৎসারত। তবে সেখানে সিট ভাড়া, চিকিৎসা ও ঔষধপত্রের মূল্য দিতে হয় বলে নি¤œশ্রেণীর রোগীরা ভর্তি হতে পারছেন না।