আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর মির্জাগঞ্জে ১কি.মি গ্রামীন রাস্তা পাকা করণে অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন রাস্তা পাকা করনের কাজের শুরুতেই এ অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়,২০২১-২০২২ অর্থবছরে ৭৬ লাখ টাকা ব্যয় মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া আমতলা খালের গোড়া থেকে তালুকদার বাড়ি পর্যন্ত ১কি.মি রাস্তা পাকা করনের কাজটি পায় পটুয়াখালীর মেসার্স হোসাইন এন্ড ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠান। পরে তাদের কাছ থেকে কাজটি ক্রয় করে উপজেলার কলাগাছিয়া গ্রামের ঠিকাদার মোঃ শাহাবুদ্দিন খান। সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশের বিট পর্যন্ত বালি দিয়ে ভরাটের কথা থাকলেও তা না ভরে নিম্নমানের ইট সুরকির ব্যবহার করে সাব বেইজের কাজ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বালি দিয়ে ঠিকমত উচা না করে নি¤œ মানের ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ক্রয়কৃত ঠিকাদার মোঃ শাহাবুদ্দিন খানের সাথে(০১৭১২৬১৭৪১৭)যোগাযোগ করলে তিনি বলেন আমার কোন কিছু বলার নাই। উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর-রশিদ বলেন,নিয়ম মেনে কাজ না করা হলে পুনরায় কাজ করানো হবে।