আগৈলঝাড়ায় গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ 
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজ ও গাঁজা বিক্রির নগদ অর্থসহ নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। খানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলী হোসেন শনিবার রাতে উপজেলার বাশাইল এলাকায় অভিযান চালিয়ে বড় বাশাইল গ্রামের শ্যামল চন্দ্র মুন্সীর স্ত্রী আরতী রানী মুন্সীকে(৩০) ৪৫গ্রাম গাঁজাসহ আটক করে। এসময় আরতীর স্বামী শ্যামল মুন্সী পালিয়ে যেতে সক্ষম হয়। আটক আরতীর কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ১৮শ টাকা উদ্ধার করে পুলিশ। এঘটনায় এস আই আলী হোসেন বাদী হয়ে আরতী ও তার স্বামী শ্যাল মুন্সীকে পলাতক দেখিয়ে শনিবার রাতে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, নং-৮(১৭.৪.২১)। গ্রেফতারকৃত আরতীকে রবিবার বরিশাল আদালতে প্রেণে করা হয়েছে।