ঝালকাঠি প্রতিনিধি ॥
বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহায়তায় ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন পরিষদে ২ দিনব্যাপি কাজী ও অনিবন্ধিতবিবাহ সম্পাদনকারীদের জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জাতীয় কর্মপরিকল্পনা, জেন্ডারসমতা ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষনে প্রধান ফেসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ। প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বাসন্ড্া ইউনিয়নের মোট ১৫ জন কাজী ও অনিবন্ধিত বিবাহসম্পাদনকারী ঘটক ও ঈমাম ।
এছাড়্ওা আরও উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর কাজী আবু নাঈম, মনিটরিং এন্ড ইভ্যুলেশন কো-অর্ডিনেটর আতিকা আজরা অয়ন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর নওরীন মল্লিক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌসও শাহনাজ পারভীন।