আজকের বার্তা
আজকের বার্তা

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীতে মাছ ধরা বিষয়ক কর্মশালা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২১ ৫:১৪ পূর্বাহ্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীতে মাছ ধরা বিষয়ক কর্মশালা
Spread the love

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে নদীতে জেলেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীতে মাছ ধরার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেলেসিয়াল টেক লিমিটেডের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় সামরাজ মৎস্য আড়ৎ অফিস কার্যালয়ে সমিতির সভাপতি জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সেলেসিয়াল টেক লিমিটেডের জিএম ইলিয়াছ কাঞ্চন,ইঞ্জিনিয়ার নুরুল হুদা, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সম্পাদক আমির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নদীতে জেলেদের মাছ ধরার জন্যে জিপিজি মেশিন বের হয়েছে। তার মাধ্যমে নদীতে মাছ আছে কিনা তা সনাক্ত করা হবে। এবং শক্তিশালী আধুনিক মানের ওয়ারলেস বের হয়েছে। ওই গুলো দিয়ে বিপদের মধ্যে কোস্টগার্ড, পুলিশ প্রশাসন ও নিকটতম মাছ ধরার ট্রলারের জেলেদের সাথে যোগাযোগ করতে পারবে। এতে বিপদ থেকে রক্ষা হবে।