আজকের বার্তা
আজকের বার্তা

দুই শতাধিক অসহায় পরিবারের পাশে ‘সহচরী’


আজকের বার্তা | প্রকাশিত: মে ১১, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ দুই শতাধিক অসহায় পরিবারের পাশে ‘সহচরী’
Spread the love

স্টাফ রিপোর্টার ॥
করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ প্রায় দুই শতাধিক পরিবারকে খাদ্য, অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়েছে ‘সহচরী’। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহচরী’। সংগঠনটির ৯ জন সদস্য বর্তমানে অসহায় পরিবার গুলোকে পুনর্বাসিত করার চেষ্টা করছে৷ গতবছর (২০২০) মোট ৬ ধাপে ১৮৯ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় অর্থ প্রদান করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পুনরায় ৭ম ও ৮ম ধাপে ৬০ জন মানুষকে খাদ্যসামগ্রী, চিকিৎসা খরচসহ বিভিন্ন ধরনের সহায়তা করেছে সংগঠনটি।এছাড়া অসহায় পরিবার গুলোর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প পূঁজি সরবরাহ করার চেষ্টা করছে তারা। এ ব্যাপারে সংগঠনটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতিতে সবারই উচিত একে অন্যের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকে আমরা বরিশালের বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের জরুরী প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা দেবার চেষ্টা করেছি। তবে বর্তমানে আমরা কর্মশক্তি সম্পন্ন অসহায় মানুষদেরকে ব্যবসা করার জন্য স্বল্প পূঁজি দেবার চেষ্টা করছি৷ এক্ষেত্রে স্বচ্ছল মানুষদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে ইতোমধ্যে কয়েকজন দুঃস্থ মানুষকে সরবরাহ করা হয়েছে।