Agaminews
Agaminews Banner

সৌদিতে কাল ঈদের চাঁদ দেখার নির্দেশনা


আজকের বার্তা | প্রকাশিত: মে ১০, ২০২১ ২:০৩ অপরাহ্ণ সৌদিতে কাল ঈদের চাঁদ দেখার নির্দেশনা

বার্তা ডেস্ক ॥
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ২৮ রমজান। আগামীকাল ২৯ রমজান। চান্দ্র মাস হিসেবে রমজান মাসও ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই সৌদিতে বসবাসরত সব মুসলিমকে ২৯ রমজানের সন্ধ্যাবেলা নতুন চাঁদ দেখার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। সৌদি কোর্টের এক বিবৃতিতে আগামীকাল মঙ্গলবার (২৯ রমজান) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছে। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিমকোর্টে জানানোর অনুরোধ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতে বলা হয়। সূত্র: সৌদি গেজেট