আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ আগৈলঝাড়ায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির
Spread the love

আগৈলঝাড়া প্রতিনিধি ॥
অবশেষে দেখা মিলেছে বহুল কাঙ্খিত এক পশলা স্বস্তির বৃষ্টি। চৈত্র খরতাপ থেকে মাসাধিক সময় যাবত প্রচন্ড তাপদাহে রোজাদারসহ সমগ্র জনজীবন ও প্রাণিকুলের প্রাণ যখন ওষ্ঠাগত ঠিক সেই সময়ে বহুল কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে বরিশালের আগৈলঝাড়ায়। ২৬ রমজান গতকাল রবিবার দুপুর ২টা ১৫মিনিট থেকে শুরু হয়ে একটানা সাড়ে তিনটা পর্যন্ত বৃষ্টি হয় উপজেলার সর্বত্র। দীর্ঘ সময়ে ভারি বৃষ্টির কারনে দীর্ঘ দিনের ওষ্ঠাগত প্রাণ এক পশলা বৃষ্টির কারনে ফিরে পেয়েছে প্রানের আশা।
কৃষকের পাকা ধান কাটা শেষ হলেও এক পশলা বৃষ্টির অভাবে জমিতে চাষ দিতে পারছিলেন না কৃষকেরা। অন্যদিকে পানি শুন্যতা ও প্রচন্ড খরতারে কারনে মাছের ঘেরে পোনা ছাড়তে পারছিলেন না মৎস্যজীবিরা। শাক সবজি ও ফলের গাছ প্রায় প্রাণ শুন্য হয়ে পরেছিলো। গতকাল রবিবার দুপুরে টানা ৭৫মিনিটের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সর্বত্র।