বার্তা ডেস্ক ॥
মাগুরা জেলার বিভিন্ন এলাকার ভারত ফেরত ৫০ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪৮ জনকে মাগুরা শহরের দু’টি হোটেলে কোয়ারেন্টাইনে ও দুইজনকে সরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রশাসনের সহায়তায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, ‘শনিবার রাতে ৫০ বাংলাদেশি নাগরিক ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। যারা মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রাতেই বেনাপোল ইমিগ্রেশন কতৃপক্ষ একটি বাসে করে বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ৫০ জনের মধ্যে ৪৮ জনকে দুটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। এখানেই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরতে হবে তাদের। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাকি দুইজনের শরীরিক অবস্থা রাখাপ হওয়ায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে’।