হিজলায় ইফতার খাওয়াকে কেন্দ্র করে ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৮
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওহাব আলী গোলদার ও নোমান সরদার গ্রুপের মধ্যে ইফতার খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায় চর দূর্গাপুর ব্রিজ সংলগ্ন ওহাব আলী গোলদারের অফিসে প্রতিদিনের মত ১৬ এপ্রিল গত শুক্রবার সন্ধায় তার নিজেস্ব কর্মীদের নিয়ে ইফতার করে। ইফতার শেষে কিছু লোক নামাজে গেলে প্রতিপক্ষ নোমান সরদারের লোকজন অফিসের সামনে আসে, লকডাউনের মধ্যে অফিসে ইফতার করা হয়েছে এই নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথায় কাটাকাটি হয়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে লাঠিসোঠা ও দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ংঘর্ষে আহতা হলেন মাইদুল গোলদার (২০) হেলাল গোলদার (৩০) পিতাঃ ওহাব আলী গোলদার, শহিদ গোলদার (৫৫) পিতাঃ শাহাদ আলী গোলদার, নাসির গোলদার (৩০) পিতাঃ শহিদ গোলদার, বাবুল হাওলাদার (৪২) পিতাঃ রহম আলী হাওলাদার, ওহিদ হাওলাদার (৩৫) পিতাঃ রহম আলী হাওলাদার, ইছুব সরদার (২২) পিতাঃ নোমান সরদার, রুবেল বেপারী (২০) পিতাঃ রশিদ বেপারী উভয় সাং চর দূর্গাপুর। এদের মধ্যে ২ জনের মাথার গুরুত্বর ইনজুরি রয়েছে এমনটাই জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। ওহাব আলী গোলদার জানায়, আমরা প্রতিদিনের মতো কর্মীদের অফিসে বসে ইফতার শেষ করে নামাজ আদায় করতে যােই। তখন আমার প্রতিপক্ষ গ্রুপ আমার অফিসের সামনে এসে কর্মীদের উপর ইটপাটকেল মেরে লাঠি সোঠাদিয়ে হামলা চালায়। নোমান সরদার জানায়, নির্বাচন স্থগিত হওয়ার কারনে আমার নির্বাচনী অফিস ছেড়ে দিয়েছি, কিন্তু আমার প্রতিপক্ষ অফিসে বসে ইফতার খায়, এবং আমাদের নিয়ে টিটকারী করে, এনিয়ে আমার লোকজনের সাথে সংঘর্ষ বাধে এতে আমার ২ জন লোক আহত হয়েছে। হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়, সংঘর্ষের সংবাদ পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।