আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার
Spread the love

আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে গত শুক্রবার সন্ধ্যার পরে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত নিকুঞ্জ মিস্ত্রীর ছেলে শিবু মিস্ত্রী (৬৫)কে ২৫গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে। অনদিকে গত শুক্রবার রাতে বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও একাধিক মাদক মামলার আসামী জাকাত ফকিরকে(৩০) নিজ এলাকা থেকে ৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এঘটনায় এসআই মোঃ আলী হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।