আজকের বার্তা
আজকের বার্তা

খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ণ খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
Spread the love

বার্তা ডেস্ক ॥
অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিদেশ যাত্রার অনুমতি কবে নাগাদ দেয়া হবে সে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের যে কাজ সেটি করে দিয়েছি। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়ার ফাইল পাঠানো হবে। বিএনপি চেয়ারপার্সনের বিষয়ে আইন মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কিছু জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা কোন কিছু জানাবো না। আমাদের কাজ যেটা সেটা করে দিয়েছি। বাকিটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকালই কি তাহলে খালেদা জিয়ার বিদেশ যাত্রার আদেশ জানা যাবে কি না এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, সেটা দেখা যাক কি হয়। সেটা পরে জানা যাবে।