আজকের বার্তা
আজকের বার্তা

কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেপ্তার
Spread the love

বার্তা ডেস্ক ॥  ঝালকাঠির কাঁঠালিয়ার বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় মনিরুল ইসলাম (৩৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের মাধ্যমে বুধবার গভীর রাতে কাঁঠালিয়া থানা পুলিশ ও চট্টোগ্রাম র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টোগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুল ইসলাম বরগুনা জেলার গরিচন্না গ্রামের খায়রুল ইনলামের ছেলে। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একটি বাসা থেকে স্বনের চেইন, এক জোড়া কানের দুল ও একটি অংটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের নামে দেশের বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, গত ২২ মার্চ গভীর রাতে বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে রাখে এবং পরিবারের সদস্যদের মারধর করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনায় পরের দিন কাঁঠালিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ওই ডাকাতকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।