Agaminews
Agaminews Banner

বরিশালে মানবতার বাজার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ৫:১২ অপরাহ্ণ বরিশালে মানবতার বাজার

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে ২য় বারের মত আবার চালু হয়েছে ‘মানবতার বাজার’। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অমৃতলাল দে কলেজ মাঠে এই মানবতার বাজারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। এই মানবতার বাজার থেকে বরিশালের দু:স্থ অসহায় শ্রমজীবী গরীব মানুষদের চাল, ডাল, আটা, আলু, তেল, পিয়াজ, সেমাই, চিনি ও দুধ সরবরাহ করা হবে। যা বিভিন্ন খাদ্য সামগ্রি বিনা মূল্যে প্রদান করা হচ্ছে বলে জানান ডা. মনীষা চক্রবর্তী।