আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ কাউখালীতে ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী
Spread the love
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা ॥
পিরোজপুরের  বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ বাহিনী। নৌ বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে গতকাল শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট তাহামিদ ইসলাম নাহিন জানান,জাটকা নিধন প্রতিরোধে দেশের সব নদ-নদীতে ১ নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত  জাটকা আহরন নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই কাউখালীর সন্ধ্যা,কচাঁনদী ও পিরোজপুরের বলেশ^র নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়। দুপুরে জব্দকৃত জাল কাউখালী সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চ ঘাট চরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।  এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।