আজকের বার্তা
আজকের বার্তা

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে নেপাল


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে নেপাল
Spread the love

বার্তা ডেস্ক ॥
করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে হিমালয় কন্যা- নেপাল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৮ হাজার ৬০৫ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। হাসপাতালগুলোয় বেডের পাশাপাশি দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা। প্রচ- অক্সিজেন সংকটে ভুগছে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দেশটি। বুধবারও নেপালে করোনায় মারা গেছেন ৫৮ জন। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ হাজার ৪৭৫। শ্মশানে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে খোলা জায়গায়ও চলছে সৎকার। পর্যটনের ওপর নির্ভরশীল দেশটি ভুগছে চরম অর্থনৈতিক সংকটেও। কারণ মহামারীর বিস্তাররোধে গেল দেড়বছর ধরে বন্ধ পর্বতারোহণ। নেই বিদেশি পর্যটকদের আনাগোনাও। এ পরিস্থিতিতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।