হিজলা প্রতিনিধি ॥
বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ডিক্রিরচর গ্রামে ভেকু দিয়ে জোরপূর্বক ফসলী জমি দখল করে মাটি কেটে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। গত (২৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে জমির মালিক মিজানুর রহমান বাঘা নিজে বাদী হয়ে হিজলা থানায় আলতাব আকনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জমিতে পাশ্ববর্তী ছয়গাঁও গ্রামের বাসিন্দা মৃত: আজিদ আকনের ছেলে গরুর কসাই আলতাব আকন জোরপূর্বক ১০ বছরের পুরনো গাছ কেটে ভেকু দিয়ে মাটি খনন করতে থাকেন। এতে জমির মালিক মিজানুর রহমান বাঘা বাঁধা দেয়ায় অভিযুক্ত আলতাব আকনসহ তার ছেলেরা এসব মালিকদের মারধর করে। সেইসাথে পাশ্ববর্তী জমির মালিক মিমাংসার জন্য গেলে তাকেও মারধর করে এই ভূমিদস্যু খ্যাত আলতাব। খোঁজ নিয়ে জানা গেছে, আলতাব আকন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আত্যাচার করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী মিযানুর রহমান বাঘা বলেন, ‘এ জমির সকল কাগজ-পত্র আমার আছে। গত কিছুদিন যাবৎ ভেকু দিয়ে আমার জমির মাটি কাটতে থাকে এবং আমার ১০ বছর আগের লাগানো গাছগুলোও কেটে ফেলে। এসময় আমি বাধা প্রদান করতে গেলে আলতাব আকন ও তার ছেলেরা আমাকে মারধর করে। এরপর আমি হিজলা থানায় মামলা দায়ের করি।’ এদিকে তাদের জমি দখলের খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করলে তাদের সাথেও উদ্ধত্যপূর্ণ আচরণ করে আলতাব। তার কাছে সাংবাদিকরা কেন এলো এজন্য হুমকি ধামকি দিয়ে গালিগালাজ করতে থাকেন তিনি। ঐ জমি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর জমাদ্দার কাছে জানতে চাইলে বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে আলতাফ আকন গাছ কেটে মাটি খনন করে পুকুর করেছিল পরে এনিয়ে মারামারির হয়েছে শুনেছি। হিজলা থানার এস আই মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে বিরোধপূর্ণ জমিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। এবং স্থানীয় ভাবে সালিশ মনোনিত করে দেওয়া হয়েছে, সালিশদ্বয় উভয় পক্ষের কাগজ পত্র দেখছে আগামী ১৮ মে জমি মাপার তারিখ রয়েছে।