আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে কালো বৈশাখী ঝড়ের তান্ডবে মেঘনায় লঞ্চ ডুবি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ চরফ্যাশনে কালো বৈশাখী ঝড়ের তান্ডবে মেঘনায় লঞ্চ ডুবি
Spread the love
এম,নোমান চোধুরী, চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে কালবৈশাখী ঝড়ের কবলে নোঙ্গর করা একটি লঞ্চ ডুবে গেছে। গতকাল শনিবার  ১৭ এপ্রিল উপজেলার ঢালচরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঢালচর ইউনিয়ন থেকে কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য মাহেআলম কোম্পানির লঞ্চটি ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পরে লঞ্চটি। তখন লঞ্চটি পানির চাপে যাতে নদীর মাঝখানে চলে না যায়, সেজন্য লঞ্চটিকে গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ লঞ্চটি এভাবে থাকার পর স্রোতের চাপে দুমড়ে-মুচড়ে ভিতরে পানি প্রবেশ করে পুরোপুরি ডুবে যায়। কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাম হাওলাদার জানান,  সকালে কালবৈশাখী ঝড়ে লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা করছে। ঢালচর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় উপজেলার মূল ভূখন্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জমির উদ্দিন জানান, লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা শুনেছি উদ্ধার কাজ চলছে।